আকাশ আল মামুন, কুবি:
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনে নবীন ক্যাডেটদের ভর্তি কার্যক্রম চলছে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে স্থাপিত বুথ থেকে আগ্রহীরা ক্যাডেট ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন।
এ বিষয়ে ক্যাডেট সার্জেন্ট শাহীন ইয়াসীর বলেন, ‘প্রতি বছরের মতো এ বছরও আমরা নবীন ক্যাডেটদের ভর্তি কার্যক্রম শুরু করেছি। বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের পাশাপাশি ১৮তম ব্যাচের শিক্ষার্থীরাও ফরম সংগ্রহ করতে পারবেন। বিএনসিসি করার মাধ্যমে একজন শিক্ষার্থী সামরিক জ্ঞানের পাশাপাশি নেতৃত্বদানের সক্ষমতা অর্জন করেন।’
প্রসঙ্গত, ২০০৯ সালে ‘জ্ঞান, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবী’ মূলমন্ত্র নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে প্লাটুনটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমে দায়িত্ব পালন করে আসছে।












