কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের ইফতার অনুষ্ঠান

প্রতিবেদক
CUMILLA PRESS
এপ্রিল ৫, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর রুমে শতাধিক মানুষের উপস্থিতিতে এ ইফতার হয়।

সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মিনহাজুর রহমানের সঞ্চালনায় ইফতারের পূর্বে কোরআন তেলাওয়াত ও সংক্ষিপ্ত পরিচয় বিনিময় হয়। পরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট মোঃ সোহেল রানা বলেন, “আমরা সবাই নরসিংদীর মানুষ। আমরা সবাই সবার সাথে সবসময় যোগাযোগ রাখবো। বিপদে আপদে একজন আরেকজনের পাশে থাকবো। তোমরা এমন কোনো কাজ করবে না যেন কেউ তোমার দিকে আঙুল তুলে এটা বলে যে তুমি কোন জেলার।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ রহমত উল্লাহ কবির,কুমিল্লা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির, বার্ডের সমবায় একাডেমির চেয়ারম্যান মেজবাহ উল হক, নোয়াখালীর টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের সিনিয়র ইনস্ট্রাক্টর মোহাম্মদ নূরুল আমিনসহ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি বিপ্লব চন্দ্র দাস বিপুল, বর্তমান সভাপতি মিরাজ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।