আকাশ আল মামুন, কুবি:
ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুর ১২ টায় প্রশাসনিক ভবনের শিক্ষক মিলনায়তনে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম. এম. শরিফুল করীম। এসময় নবনির্বাচিত কমিটির সাথে কেন্দ্রীয় সহ-সভাপতি সকলের সাথে পরিচয় পর্ব সম্পন্ন করেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ড. এম এম শরিফুল করীম বলেন, ইউট্যাব কর্মক্ষেত্রে শিক্ষকদের অধিকার সংরক্ষণ ও তাদের উন্নয়নমূলক কার্যক্রমে অবদান রাখতে অবিচলিতভাবে কাজ করবে।
এছাড়াও অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউট্যাবের নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য সদসবমন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ইউট্যাবের ভবিষ্যত কার্যক্রম সম্পর্কে নিজেদের মতামত প্রদান করেন এবং সংগঠনটির শক্তিশালী কার্যক্রম বাস্তবায়নে একত্রিত হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। নবনির্বাচিত কমিটির সদস্যরা সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তাদের দায়িত্ব পালন শুরু করার ঘোষণা দেন।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। মঙ্গলবার (১৩ মে) এই কমিটি ঘোষণা করা হয়।