কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইটি সোসাইটি (CoUITS) এবং এর সহযোগী দুই সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ডেটা কর্পস (NSDC CoU) ও রেডিও কুবির ২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সাবেক কমিটির সভাপতি শিহাব উদ্দিন হিমেল ও সাধারণ সম্পাদক তৌসিফ বিন পারভেজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী খান মোহাম্মদ সালেহ, সহ-সভাপতি হয়েছেন আইসিটি বিভাগের মাহির নাসের পলক এবং সিএসই বিভাগের ইমরুল হাসান রাহাত। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সিএসই বিভাগের মেহরাব হোসেন শাকিব। যুগ্ম সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের মো. সৌরভ এবং আইসিটি বিভাগের নাজিফা তাবাসসুম নাবিলা।
এছাড়াও ন্যাশনাল স্টুডেন্টস ডেটা কর্পস (NSDC CoU)-এর নতুন কমিটিতে পরিচালক হয়েছেন সিএসই বিভাগের মো. তানভীর আহমেদ হিমেল এবং উপপরিচালক হয়েছেন আইসিটি বিভাগের আশরাফুল ইসলাম। একইভাবে রেডিও কুবি-এর নতুন কমিটিতে পরিচালক হয়েছেন পরিসংখ্যান বিভাগের মো. পলাশ হাসান এবং উপপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিকতা বিভাগের উম্মে হাবিবা মউ।
আগের কার্যনির্বাহী কমিটির সভাপতি শিহাব উদ্দিন হিমেল ও সাধারণ সম্পাদক তৌসিফ বিন পারভেজ নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন এবং সংগঠনের সাফল্য কামনা করেছেন।
উল্লেখ্য, গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।