ঢাকার সাভারে কিশোরীকে বিবস্ত্র করে নির্যাতন ও ছবি তোলাসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার যুব মহিলা লীগের নেত্রী মেহনাজ মিশুকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে যুব মহিলা লীগের সভাপতি আলো সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক বহিষ্কারের কথা উল্লেখ করা হয়।
এর আগে, শনিবার দুপুরে ভুক্তোভোগীর মায়ের অভিযোগে পুলিশ যুবলীগ নেত্রী তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ঢাকা জেলা উত্তর মহিলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করেন। এ ছাড়াও তাকে নেশাদ্রব্য খাইয়ে পাঁচতলার বেলকনি থেকে নিচে ফেলে হত্যাচেষ্টাসহ করা হয় নির্যাতন। এই ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সাভার উপজেলা চত্বর এলাকার নিজ বাসা থেকে যুবলীগ নেত্রীকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, গ্রেফতার নারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ও হত্যাচেষ্টার অভিযোগ মামলা করা হয়েছে।
এ বিষয়ে যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানায়, সংগঠনবহির্ভূত কর্মকাণ্ডের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে।