স্টাফ রিপোর্টার:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর বিশেষ অভিযানে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কোরপাই কলাবাগান এলাকা থেকে ২৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর ফকিরা গ্রামের সাইদুল হকের ছেলে আবুল বাশার সুমন (৩০) কে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ২৫ কেজি গাঁজা ও একটি কন্টেইনার ক্যারিয়ার (প্রাইম মুভার) উদ্ধার করা হয়, যা মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল বলে জানা গেছে।
র্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।
র্যাব-১১ জানায়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, র্যাব-১১ গত আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত ২৩৯ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৮৬ জন হত্যা মামলার আসামি, ৯৩ জন ধর্ষণ মামলার আসামি এবং ৪৪৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। এছাড়া, ১০৮টি অস্ত্র, ১৩৫৫ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, সমাজ থেকে মাদকসহ সকল প্রকার অপরাধ নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।












