কুমিল্লাবৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় একাধিক গাড়ির চাপায় ছিন্ন বিচ্ছিন্ন যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Palash Khandakar
মে ২৬, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে গাড়ি চাপায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় ধরে মরদেহ সড়কে পড়ে থাকায় একাধিক গাড়ির চাপায় দেহটি ছিন্ন ভিন্ন হয়ে যায়।

সোমবার (২৬ মে) ভোররাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর কুমিল্লা স্পিনিং মিলস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার এ এস আই চন্দন দাস।

তিনি জানান, ভোর পাঁচটার কিছু পরে অজ্ঞাত কোন গাড়ির চাপায় ৩৫ বছর বয়সী এক যুবক নিহত হয়। খবর পেয়ে সকালে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধারের সময় তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন ছিলো। ফলে চেহারা দেখে পরিচয় সনাক্ত করতে না পেরে পিবিআইকে খবর দেয়া হয়।

কুমিল্লা থেকে পিবিআই এর একটি দল ঘটনাস্থলে এসে মরদেহের আঙ্গুলের ছাপ নিয়েও পরিচয় সনাক্ত করতে পারেনি। পরে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর রাতের কোন এক সময় গাড়ির চাপায় এই যুবক নিহত হয়েছে। দীর্ঘক্ষণ সড়কে মরদেহটি পড়ে থাকায় একাধিক গাড়ির চাপায় দেহটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।