কুমিল্লাবুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কবে তারেক রহমান দেশে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ১২, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

মামলা নিষ্পত্তি হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আপনারা জানেন, তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো আদালতের মাধ্যমে শেষ হলে বা প্রত্যাহার হলে তিনি দেশে ফিরবেন।”

দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা সম্পর্কে তিনি বলেন, “যে বিজয় আমরা অর্জন করেছি, সেটি ধরে রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন। দেশের অস্থিরতা নিরসনের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। ন্যূনতম রাজনৈতিক সংস্কার সম্পন্ন করে নির্বাচন দিতে হবে।”

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী। যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা, মিট দ্য প্রেসসহ একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সফরকালে তার স্ত্রীর চিকিৎসার কাজও সম্পন্ন হয়েছে।