কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কড়া ডায়েট করতে গিয়ে হাসপাতালে অভিনেত্রী পূজারিণী

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

টালিউড অভিনেত্রী পূজারিণী ঘোষের ইন্ডাস্ট্রিতে আসার বেশ কয়েক বছর হয়ে গেছে। মডেলিং জগত থেকে তিনি অভিনয়ে এসেছেন এবং ইতিমধ্যেই নিজের প্রতিভার প্রমাণ রেখেছেন। গত বছর তার অভিনীত ছবি ‘কৈফিয়ৎ’ মুক্তি পেয়েছিল, যা দর্শকমহলে প্রশংসা পেয়েছে। এছাড়াও, অভিরূপ ঘোষ পরিচালিত ওয়েব সিরিজ ‘ওঝা’ তেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

কিন্তু সম্প্রতি কড়া ডায়েট অনুসরণের ফলে বিপদে পড়েছেন এই অভিনেত্রী। এমন বিপদের কথা কল্পনাও করতে পারেননি পূজারিণী। ডায়েট এবং মানসিক চাপের কারণে তার রক্তচাপ হঠাৎ কমে যায়, যার ফলে তিনি তিনবার জ্ঞান হারান। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এখন তার অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ।

পূজারিণী জানিয়েছেন, “শুধু খবরে থাকার জন্য আমি কাজ করতে রাজি নই। কাজের প্রতি আমার প্রবল ইচ্ছা আছে, তবে যে কাজ আমাকে মানসিক তৃপ্তি দেবে না, সেই ধরনের চরিত্রে অভিনয় করতে চাই না।” টালিউডে কাজের সংখ্যা কমে গেলে অনেকে নিরাপত্তাহীনতায় ভোগেন, কিন্তু পূজারিণী সেই দলে পড়েন না।

উল্লেখ্য, পূজারিণী হিন্দি ওয়েব সিরিজ ‘জেএল ফিফটি’ তে অভয় দেওলের সঙ্গে অভিনয় করেছেন। তার হাতে রয়েছে আরও দুটি ছবি ‘অন্য রূপকথা’ এবং ‘আশমানি ভোর’।