আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন কক্সবাজার স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আগামী ৬ মাসের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ১১তম আবর্তনের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক ফরহাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২তম আবর্তনের শিক্ষার্থী মহি উদ্দিন বাবর।
রবিবার (২০ আগস্ট) স্থায়ী কমিটির ৬ জন উপদেষ্টা পরিষদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়াও কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি তানভীর আবরার, মোস্তফা সাদেক আরমান, উসমান জয় মানিকসহ আরো ১৭ জন। যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক মুন্না, হাবিবুর রহমান হাবিব, আব্দুল মোমেনসহ আরো ৭ জন। সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন, সায়েদ হাসান, মোহাম্মদ রাশেদসহ আরো ৬ জন। প্রচার সম্পাদক আবু শামা, অর্থ সম্পাদক ইমরান হোসাইন , দপ্তর সম্পাদক মোহাম্মদ মারুফ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মিরহাম রেজা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল খালেক,ছাত্রী বিষয়ক সম্পাদক আইরিন সুলতানা, আইন বিষয়ক সম্পাদক নূর বিন শাহী ঈশিকা, আপ্পায়ন বিষয়ক সম্পাদক আসমাউল হুসনা রৌশনি, কার্যকরী সদস্য আরমান সিদ্দিকী, আনোয়ার জাহিদ, ফরহাদুল ইসলামসহ আরো ১২ জন।
উল্লেখ্য, স্থায়ী কমিটি সংগঠনের স্বার্থে যেকোনো মুহূর্তে কমিটি পুনর্গঠন ও বিলুপ্তির অধিকার রাখে।