কুমিল্লারবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঐক্য ধরে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে: কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “গণতান্ত্রিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে ফের দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “২০০৮ সালের তথাকথিত নির্বাচন ও ওয়ান-ইলেভেনের মাধ্যমে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল। এখন আবার ঐক্য না হলে তার পুনরাবৃত্তি হতে পারে। জনগণ যেভাবে চায়, আমাদের সেভাবেই চলতে হবে। একটি কথাই শেষ কথা সবার আগে বাংলাদেশ।”

তারেক রহমান আরও বলেন, “বক্তব্য অনেক হয়েছে, এখন সময় কাজের। আজকের সম্মেলনের শ্লোগান হোক—ঐক্য, জনগণ ও পুনর্গঠন। আন্দোলনের মাধ্যমে আমাদের নেতাকর্মীরা কারাবরণ করেছেন, গুম হয়েছেন, তবুও পিছিয়ে যাননি। এই ঐক্য ধরে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে।”

তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এখনই সময় ঘরে ঘরে গিয়ে জনগণের পাশে দাঁড়ানোর। শুধু মিটিং করেই জনগণের মন জয় করা যাবে না। প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে হবে, জানাতে হবে তাদের অধিকার ও আমাদের লক্ষ্য।”

সম্মেলনের প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, “১৬ বছর পর এমন একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হলাম। আজকের সম্মেলন আমাদের নতুন পথচলার প্রতীক। আমরা যেন অতীত ভুলে না যাই।”

তিনি বলেন, “এই দেশের ব্যাংকিং সেক্টর এখন পাঁচ লাখ কোটি টাকার খেলাপি ঋণে জর্জরিত। দুই লাখ ৮০ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এসব টাকা দিয়ে ৪০টি পদ্মা সেতু তৈরি করা যেত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে শুধু লুটপাট করেছে।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে ১,৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, ২০ হাজার মানুষ পঙ্গু হয়েছেন। এসব অন্যায়ের বিচার অবশ্যই হবে। কিন্তু তার জন্য নির্বাচন বিলম্বিত করা চলবে না।”

সম্মেলনের সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।