কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এ্যানিকে সাতদিনের রিমান্ডে চেয়েছে পুলিশ

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ১১, ২০২৩ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে সাতদিনের রিমান্ডে চেয়েছে পুলিশ। বুধবার দুপুর ১২টায় তাকে আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হয়।

পুলিশ বলছে, তার বিরুদ্ধে লক্ষ্মীপুর ও রাজধানীর ধানমন্ডিতে দুটি মামলায় ওয়ারেন্ট ছিল।

এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) গভীর রাতে ধানমন্ডি থেকে এ্যানিকে আটক করে পুলিশ।

ওই সময় বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন জানায়, এ্যানির ধানমন্ডির বাসা ঘিরে ফেলে পুলিশ। রাত দেড়টায় পুলিশ তার বাসার চারপাশে অবস্থান নেয়। তারা দরজায় লাথি মারে। হুমকি দিচ্ছে দরজা না খুললে ভেঙে ভেতরে ঢুকে গুলি করবে। বেআইনিভাবে তাকে তুলে নেওয়া হচ্ছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, বিএনপি নেতা এ্যানির বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলা দুটির মধ্যে একটি ধানমন্ডি থানায় করা নাশকতা মামলা ও অপরটি লক্ষ্মীপুর জেলায় করা। এই দুই মামলায় তাকে গ্রেফতার করা হয়।