কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এশিয়ার সবচেয়ে সুদর্শন পুরুষ প্রভাস, এরপর পাকিস্তানের ইমরান

প্রতিবেদক
CUMILLA PRESS
জুলাই ২৬, ২০২১ ১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

প্রভাস ও ইমরান ছাড়াও ভারত এবং পাকিস্তানের আরও একজন করে জায়গা পেয়েছেন এই তালিকায়

সম্প্রতি “টপ টেন মোস্ট হ্যান্ডসাম ম্যান ২০২১” শীর্ষক এক জরিপ চালিয়েছে ফ্যান্সি অডস নামের একটি প্রতিষ্ঠান। সেই জরিপে শীর্ষস্থান দখল করেছেন বাহুবলী তারকা প্রভাস। এশিয়ার সবচেয়ে সুদর্শন পুরুষের খেতাব পেয়েছেন তিনি। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের অভিনেতা ইমরান আব্বাস। প্রভাস ছাড়াও আরও এক ভারতীয় জায়গা করে নিয়েছেন। তিনি হলেন- ভিভিয়ান ডিসেনা।

“টপ টেন মোস্ট হ্যান্ডসাম ম্যান ২০২১”-এর তালিকায় পাকিস্তানের আরও এক অভিনেতা এ তালিকায় স্থান পেয়েছেন। তিনি হলেন- ফাওয়াদ খান।

সুদর্শন পুরুষদের বাকিরা হলেন:

জাপানের জিন আকানিসি, দক্ষিণ কোরিয়ার কিম ইয়ুং জুং, ভিয়েতনামের নাহান ফুচ ভিনহ, চীনের হুয়াং জিয়াওমিং, থাইল্যান্ডের থানাভাত ভট্টনপুতি এবং তাইওয়ানের ওয়ালেস হু।

প্রসঙ্গত, ২০০২ সাল থেকে তেলেগু সিনেমায় কাজ করছেন প্রভাস। “বাহুবলী” সিরিজের সাফল্যের পর দক্ষিণের প্রভাসে তকমা হয়ে যায় ভারতের প্রভাস। এরপর থেকে চর্চা শুধু প্রভাসকে নিয়েই। “বাহুবলী”র পর থেকে আলোচনা নতুন ছবি কবে আসবে। বিয়ে কবে, কার সঙ্গে বিয়ে—ভক্তদের এ নিয়ে জোর আলোচনা।