ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের তৈরি দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার একদিন পর এবার যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত হেনেছে ইউক্রেন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ান মিলিটারি ব্লগ এবং রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার ইউক্রেন মার্কিন তৈরি ‘আর্মি ট্যাকটিকেল মিসাইল সিস্টেম’ (এটিএসিএমএস) ব্যবহার করে রাশিয়ায় হামলা চালায়। এরপর, বুধবার ব্রিটিশ তৈরি স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে আরেকটি হামলা করা হয়। রয়টার্সের সঙ্গে কথা বলার সময় এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতেও এই খবর উঠে এসেছে।
তবে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম ইউমেরভ এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেননি। যখন তাকে জিজ্ঞাসা করা হয় ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার সত্যতা সম্পর্কে, তিনি বলেন, “আমাদের দেশ রক্ষার জন্য যা যা প্রয়োজন, আমরা সবকিছুই ব্যবহার করছি। আমরা বিস্তারিত বলব না, তবে যা দিয়ে প্রতিশোধ নেওয়া সম্ভব, তা ব্যবহার করছি।”
এর আগে বুধবার এক রাশিয়ান মিলিটারি ব্লগার টেলিগ্রামে কিছু ছবি পোস্ট করেন। তিনি দাবি করেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে ১২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে এই হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার ঘোষণা দেন। এর পর থেকে টানা ১০০১ দিন ধরে দুই দেশের মধ্যে সংঘাত চলছে। এই যুদ্ধে দুই পক্ষেই অনেক হতাহতের ঘটনা ঘটেছে, কিন্তু এখনো পর্যন্ত সংঘাত বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং পূর্ব ইউক্রেনে লড়াইয়ের মাত্রা দিন দিন আরও বেড়ে চলেছে।