কুমিল্লাশনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবার ডাইনির ভূমিকায় মিমি

প্রতিবেদক
Palash Khandakar
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর মঙ্গলবার ছিল জন্মদিন। এই দিনেই তার নতুন ওয়েব সিরিজের পোস্টার প্রকাশ্যে এসেছে। সিনেমাপ্রেমী অনুরাগীদের মধ্যে অভিনেত্রীর লুক নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, এবার কি মিমি ডাইনির ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন?

মঙ্গলবার জন্মদিনে তার নতুন ওয়েব সিরিজের পোস্টারে দেখা যায়, মিমি চক্রবর্তীর মুখে রক্ত ও হাতে কাটারি! অভিনেত্রীর এই চমকপ্রদ লুক দেখে অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে। সিরিজের নাম ‘ডাইনি’। অনেকেই ভাবছেন, অভিনেত্রীকে কি এবার ডাইনির চরিত্রে দেখা যাবে?

এই প্রশ্নের উত্তর পেতে আনন্দবাজার অনলাইন সিরিজের পরিচালক নির্ঝর মিত্রের সঙ্গে যোগাযোগ করে। পরিচালক জানান, সকাল থেকেই সামাজিক মাধ্যমে এই সিরিজ নিয়ে নানা মতামত তার নজরে এসেছে। নির্ঝর বলেন, “আমার সিরিজে ‘ডাইনি হত্যার প্রথা’র বিরোধিতা করতে চেয়েছি। এখনো রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বহু নারীকে ডাইনি অপবাদে হত্যা করা হয়। এই সিরিজ তারই বিরোধিতা করবে।”

সংবাদমাধ্যমে খবর পড়েই নির্ঝর বিষয়টি জানতে পারেন এবং তারপর সিরিজ তৈরির সিদ্ধান্ত নেন। তিনি বলেন, “ঝাড়খণ্ডে এই কুপ্রথার বিরুদ্ধে আইন থাকলেও এখনো আমাদের রাজ্যে কোনো আইন তৈরি হয়নি।”

পরিচালক আরও জানান, গত বছর কলকাতা এবং উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে এই সিরিজের শুটিং করেছেন। তিনি বলেন, “উত্তরবঙ্গে আমার ছোটবেলা কেটেছে। তখন চা-বাগানে এ রকম কিছু ঘটনা আমি নিজেও দেখেছি।”

এই সিরিজের মাধ্যমে ‘সারভাইভাল থ্রিলার’ ঘরানাকে বাংলায় ফিরিয়ে আনতে চেয়েছেন নির্ঝর। পরিচালক বলেন, “বলিউডে ‘এনএইচ টেন’ বা দক্ষিণে ‘মঞ্জুমেল বয়েজ’ আমরা দেখেছি। বাংলায় উত্তমকুমার অভিনীত ‘সিস্টার’ সিনেমার কথা মনে পড়ছে।”

উত্তরবঙ্গের প্রেক্ষাপটে দুই বোনের গল্প বলবে এই সিরিজ। গল্প এখনই খুলে বলতে চাননি পরিচালক। মিমির চরিত্রটি কেমন হবে? পরিচালকের হেঁয়ালিপূর্ণ উত্তর— “এটুকু বলতে পারি, মিমি এখানে ডাইনির চরিত্রে অভিনয় করেনি। পোস্টারের মতোই সিরিজে মিমিকে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শকরা।”

এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন মঞ্চাভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, শ্রুতি দাস, বিশ্বজিৎ দাস প্রমুখ। সিরিজটি আগামী মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।