কুমিল্লাশুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবার কুমিল্লা শিক্ষাবোর্ডে ঝড়ে পড়েছে ২৩ হাজার ৩৫১জন শিক্ষার্থী

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ১০, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ২৩ হাজার ৩৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেনি। যদিও তারা রেজিস্ট্রেশন করেছিল, কিন্তু ফরম পূরণ না করায় পরীক্ষায় বসতে পারেনি। এর মধ্যে ছাত্রী রয়েছে ১৫ হাজার ৭০০ জন এবং ছাত্র ৭ হাজার ৬৫১ জন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লা বোর্ডের অধীন ৬টি জেলা থেকে এবার এসএসসি পরীক্ষায় রেজিস্ট্রেশন করেছিল ১ লাখ ৯৩ হাজার ৩১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ছিল ১ লাখ ১৫ হাজার ২৩০ জন এবং ছাত্র ৭৭ হাজার ৮০১ জন। তবে ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্রী ৯৯ হাজার ৫৩০ জন এবং ছাত্র ৭০ হাজার ১৫০ জন। এবার ২৭৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নিয়েছে ৫৯ হাজার ৩৬৬ জন, মানবিকে ৫৫ হাজার ৬৫২ জন এবং ব্যবসায় শিক্ষায় ৫৪ হাজার ৬৬২ জন। গত বছর এসএসসি পরীক্ষায় রেজিস্ট্রেশন করেছিল ২ লাখ ৯ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী, কিন্তু পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৫৫ হাজার ৯৩২ জন।