কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এখন থেকে যুক্তরাজ্য ভিসার জন্য গুণতে হবে বাড়তি অর্থ

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

দর্শনীয় বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে ও পড়াশোনার উদ্দেশ্যে প্রত্যেক বছর বিশ্বের নানা প্রান্তের অসংখ্য মানুষ যুক্তরাজ্যে যান। তবে এখন থেকে যারা যুক্তরাজ্যে যাবেন— তাদের ভিসার জন্য গুণতে হবে বাড়তি অর্থ।

বিভিন্ন দিক বিবেচনা করে ভিসা প্রক্রিয়ার ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। আর বর্ধিত এই ফি কার্যকর হবে আগামী ৪ অক্টোবর থেকে।

বার্তাসংস্থা পিটিআই শনিবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন নির্ধারিত ফি অনুযায়ী, যারা ৬ মাসের ভ্রমণ ভিসার জন্য আবেদন করবেন তাদের ফি বাবদ দিতে হবে ১১৫ ব্রিটিশ পাউন্ড (প্রায় ১৬ হাজার টাকা) এবং স্টুডেন্ট ভিসার জন্য দিতে হবে ৪৯০ পাউন্ড (প্রায় ৬৭ হাজার টাকা)।

আগে ভ্রমণ ভিসার ফি ছিল ১০০ পাউন্ড। অপরদিকে স্টুডেন্ট ভিসার ফি ছিল ৩৬৩ পাউন্ড।

গতকাল শুক্রবার এ সংক্রান্ত একটি বিল দেশটির সংসদে উত্থাপন করা হয়।

এদিকে গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানান সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ব্যয় মেটাতে— ভিসা আবেদনকারীরা যে ফি ও ‘রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত জাতীয় স্বাস্থ্য সেবাকে (এনএইচএস) যে স্বাস্থ্য সারচার্জ’ প্রদান করে থাকেন সেটি বাড়ানো হবে। তার এই ঘোষণার দুই মাস পরই ভিসা আবেদনের ফি বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানিয়েছিলেন, ভিসার ফি বাড়ানো হলে ব্রিটিশ সরকার বার্ষিক বাড়তি ১ বিলিয়ন পাউন্ড আয় করতে পারবে।

এছাড়া ওই সময় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, জাতীয় ও ইমিগ্রেশন ব্যবস্থা সচল রাখতে এসব ফি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপরদিকে নিজ দেশের নাগরিকদের ওপর ট্যাক্সের বোঝা কমায়।

সূত্র: পিটিআই