কুমিল্লাশুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

একই দিনে ছাত্রলীগের তিন গ্রুপের আলাদা আলাদা পদযাত্রা ও সমাবেশ 

প্রতিবেদক
CUMILLA PRESS
আগস্ট ১৭, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: ২০০৫ সালের ১৭ই আগস্ট বিএনপি-জামায়াত সরকারের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধীদের সমর্থন-আস্ফালনের প্রতিবাদে আলাদাভাবে ছাত্রসমাজের পদযাত্রা ও সমাবেশের আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিনটি গ্রুপ। 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাষ্কর্য ও বিশ্ববিদ্যালয়ের মূলফটকের সামনে এই সমাবেশগুলো আয়োজিত হয়৷

কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান পলাশ বলেন, “বিভিন্ন হল থেকে আগত নেতাকর্মীদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা। আশা করি বিএনপি-জামায়েতের বিরুদ্ধে এখনকার ন্যায় অতীতের ন্যায় আমাদের শক্ত অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ধরে রাখবো। বিএনপি-জামায়াতের যেকোনো অপশক্তির বিরুদ্ধে, তাদের যেকোনো কার্যক্রম আমরা শক্ত হাতে প্রতিহত করবো। এটা আমরা বিশ্বাস করি এবং এটা আমরা সবাইকে সাথে নিয়েই করবো।”

কুবি শাখা ছাত্রলীগের সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মোহাম্মদ আবু সায়েম বলেন, “আজকের এই দিনে ২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি-জামাত সারাদেশে প্রায় ৬৩ জেলায় আধা ঘণ্টা পর পর তারা যে বোমা হামলা ঘটিয়েছিলো তার তীব্র নিন্দা জানাই। এই স্বাধীন বাংলাদেশে কোন ধরনের জামাত শিবিরের কার্যক্রম বিএনপি তারা দেশকে অরাজকতা করবে এগুলার প্রশ্রয় বাংলাদেশ ছাত্রলীগ কখনো দিবে না। তাদের শক্ত হাতে প্রতিরোধ করার জন্য আমরা সর্বদা মাঠে আছি, মাঠে থাকবো। সামনের নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা দেশকে জঙ্গিমুক্ত করে ছাড়বো।”

সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহি বলেন, “২০০৫ সালে বিএনপি-জামায়াত সিরিজ বোমা হামলা মাধ্যমে অনেক মানুষকে হত্যা করেছিলো দেশে অরাজকতা সৃষ্টি করেছিলো। এখনো তারা ক্ষেন্ত হয়নি। স্বাধীনতার ৫০ বছরে এখনও তারা মাথাচাড়া দিয়ে সচেতন এবং প্রত্যেকটি ক্যাম্পাসে তারা অরাজকতা করতে চায়। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ আজকের এই পদযাত্রায় অঙ্গীকার করবো বিএনপি-জামায়াত শিবির যাতে কোনরকম কার্যক্রম, দেশ বিরোধী চক্র করতে না পারে। এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে না পারে। আমরা সবাই সজাগ থাকবো এবং এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সুষ্ঠ রাখবো।”