ডেস্ক রিপোর্ট:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের গতি ও দক্ষতা বৃদ্ধির জন্য উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কাজের গতি ও দক্ষতা বাড়াতে নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, কিছু সদস্যকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা বিবেচনায় নিয়ে উপদেষ্টা পরিষদের আকার বৃদ্ধি করা হয়েছে।
সৈয়দা রিজওয়ানা হাসান জানান, কিছু কৌশলগত কারণে মাহফুজ আলমের পদমর্যাদা বৃদ্ধি করে তাকে উপদেষ্টা করা হয়েছে। তবে তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।
তিনি বলেন, সরকার জুলাই-আগস্টের গণহত্যার বিচার এবং সংস্কারের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। কমিশনগুলো ইতোমধ্যে গঠন করা হয়েছে এবং মঙ্গলবার (১২ নভেম্বর) তাদের প্রতিবেদন চূড়ান্ত করা হবে। এরপর সংস্কারের কাজ শুরু হবে।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনের দাবি একেবারেই স্বাভাবিক, তবে তারা সংস্কারের বিষয়েও সমর্থন প্রদান করছে। কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সংস্কারে বাধা দেওয়ার ঘটনা ঘটেনি।