কুমিল্লাশুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উত্তর কোরিয়া রাশিয়াকে সেনা সহায়তা দিচ্ছে: জেলেনস্কি

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ১৪, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ইউক্রেনে অবস্থানরত রুশ বাহিনীকে অস্ত্র ও সেনা দিয়ে সহায়তা করছে উত্তর কোরিয়া। এই পরিস্থিতিতে ইউক্রেনের বহুপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের পরিবর্তন আসা জরুরি বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন, জানিয়েছে রয়টার্স।

জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক দৃঢ় হচ্ছে, যা শুধু অস্ত্র সরবরাহেই সীমাবদ্ধ নয়। বরং উত্তর কোরিয়া রাশিয়ার দখলদার বাহিনীকে সশস্ত্র লোকবলও প্রেরণ করছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন মঙ্গলবার বলেছিলেন, ‘যথেষ্ট সম্ভাবনা’ রয়েছে যে, রুশ বাহিনীকে সহায়তা করতে উত্তর কোরিয়া সেনা মোতায়েন করেছে। এক পার্লামেন্টারি শুনানিতে তিনি আরও জানান, রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনীয় সেনাদের হামলায় উত্তর কোরীয় কিছু সেনা নিহত হওয়ার সংবাদও পাওয়া গেছে, যা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ‘সত্য বলে মনে হচ্ছে’।

তবে বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ক্রেমলিন এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সাংবাদিকদের জানান, ‘এটি কেবল আরেকটা গুজব’ যে, ইউক্রেনে রুশ বাহিনীকে সহায়তা করতে উত্তর কোরিয়া সেনা পাঠাচ্ছে।

জেলেনস্কি তার ভিডিও বার্তায় আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও বিকশিত হওয়া প্রয়োজন। ফ্রন্ট লাইনে আরও বেশি সহায়তা দরকার, এবং এজন্য শুধুমাত্র সামরিক সরঞ্জামের একটি সাদামাটা তালিকা যথেষ্ট নয়; আমাদের দূরপাল্লার অস্ত্রও প্রয়োজন।