কুবি প্রতিনিধি:
উচ্চশিক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী করতে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) ভাষা ও কারিগরি প্রশিক্ষণ সুবিধা নিতে উদ্যোগ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে টিটিসির সঙ্গে যৌথ কার্যক্রম শুরু করতে প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৩ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল টিটিসি পরিদর্শন করে। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মান, বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মাহমুদুল হাসান খান, এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোতাসিম বিল্লাহ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সহকারী অধ্যাপক মোতাসিম বিল্লাহ বলেন,“আমরা টিটিসির সঙ্গে আজকে প্রাথমিকভাবে আলোচনা করেছি, কোন প্রক্রিয়ায় আমরা অগ্রসর হবো তা ঠিক করার জন্য। এখানে কিছুটা সময় লাগতে পারে, কারণ টিটিসি একটি অধিদপ্তরের অধীনে, আর সেই অধিদপ্তর আবার মন্ত্রণালয়ের অধীনে। ফলে পুরো প্রক্রিয়াটা কিছুটা জটিল। আমরা মূলত উনাদের কাছ থেকে রোডম্যাপ জানতে গিয়েছিলাম, কীভাবে কাজ করলে শিক্ষার্থীদের জন্য এসব কোর্স সহজলভ্য করা সম্ভব হয়।”
তিনি আরও বলেন,“টিটিসিতে জাপানিজ ও কোরিয়ান ভাষাসহ বিভিন্ন ভাষা কোর্স রয়েছে। এছাড়াও তারা নানা ধরনের কারিগরি ট্রেনিং প্রদান করে। আমাদের অনেক শিক্ষার্থীই উচ্চশিক্ষার জন্য বিদেশে যায়, তাই এসব প্রশিক্ষণ তাদের জন্য খুবই উপকারী হতে পারে। আমরা সব সুবিধা নেবো না; যেগুলো শিক্ষার্থীদের কল্যাণে আসবে, সেগুলোই বেছে নেওয়ার চেষ্টা করবো।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুতই শিক্ষার্থীদের জন্য এসব প্রশিক্ষণ ও কোর্স গ্রহণের সুযোগ তৈরি করা যাবে।












