কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদ শেষে কর্মস্থলে ছুটছেন মানুষ

প্রতিবেদক
Palash Khandakar
জুন ২১, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ঈদ শেষে লঞ্চে করে বিভিন্ন জেলার মানুষ কর্মস্থলে ছুটতে শুরু করেছেন। চাঁদপুর নৌরুটে হাজার হাজার যাত্রী ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। শুক্রবার (২১ জুন) সকাল থেকেই নৌরুটে বিভিন্ন লঞ্চে গাদাগাদি করে যাত্রীদের নিজ নিজ কর্মস্থলে রওনা করতে দেখা যায়।

এদিকে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। বিশেষ করে লঞ্চঘাটে যাত্রীদের সেবায় খোলা হয়েছে দুটি কন্ট্রোল রুম।

লঞ্চ মালিক প্রতিনিধি বিল্পব সরকার বলেন, ঢাকামুখী মানুষের স্রোত এখনও পুরোপুরি শুরু হয়নি। আগামী ২-৩ দিন এ ভিড় আরও বাড়বে। শুক্রবার হওয়ায় লঞ্চঘাটে লঞ্চযাত্রী ছিল অন্য সময়ের চেয়ে বেশি। সড়কপথের চেয়ে নৌপথে যাত্রায় এখনও স্বস্তি থাকায় মানুষ লঞ্চে ভিড় জমান।

বিআইডব্লিউটিএর টিআই শাহ আলম জানান, পর্যাপ্ত লঞ্চ রয়েছে। যাত্রীরা নির্ভয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন। অনেক সময় যাত্রী চাপ বেশি থাকায় অনেক লঞ্চে যাত্রীর পরিমাণ বেড়ে যায়। তবে আমরা সার্বক্ষণিক যাত্রী নিরাপত্তায় নজরদারি করে আসছি। কোনো যাত্রী আমাদের অভিযোগ দিলে আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবো।