কুমিল্লাশুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলের দিকে ৩০০টির বেশি রকেট হামলা

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ১৩, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

ছবি: রয়টার্স

ডেস্ক রিপোর্ট:

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ৩০০টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। আলজাজিরার প্রতিবেদক ইমরান খানের বরাতে জানা গেছে, ইসরায়েল স্বীকার করেছে যে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে ৩০০টিরও বেশি রকেট ছোঁড়া হয়েছে।

ইরান-সমর্থিত এই শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানায়, তাদের এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। রোববার (১৩ অক্টোবর) ইসরায়েলি ভূখণ্ডে সামরিক অবস্থানের দিকে তিন শতাধিক রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।

এর আগে ২৪ আগস্টও হিজবুল্লাহ প্রায় সাড়ে ৩০০ রকেট ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছিল। সেসব ড্রোন হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু ছিল। পরিকল্পনা মাফিক ড্রোনগুলো নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছিল বলে জানানো হয় আলজাজিরার প্রতিবেদনে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা মেরন ঘাঁটি এবং অধিকৃত গোলান মালভূমির চারটি এলাকা সহ ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে ৩২০টিরও বেশি কাতিউশা রকেট নিক্ষেপ করেছে।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর অবস্থানে বিমান হামলা চালিয়েছিল, যার জবাবে হিজবুল্লাহও পাল্টা রকেট হামলা চালায়। যুদ্ধের আশঙ্কায় তেল-আবিব বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।