কুমিল্লাশনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইলন মাস্কের ১৩তম সন্তানের জন্ম দেওয়ার দাবি মার্কিন লেখিকার

প্রতিবেদক
Palash Khandakar
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ধনকুবের ইলন মাস্কের ১৩তম সন্তান জন্ম দেওয়ার দাবি করেছেন মার্কিন লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ার। শুক্রবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি এই দাবি করেন। অ্যাশলে জানান, প্রায় পাঁচ মাস আগে তিনি একটি সন্তানের জন্ম দিয়েছেন এবং সেই সন্তানের বাবা হলেন ইলন মাস্ক। এই খবরটি নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে রেকর্ড পরিমাণ অর্থ দানকারী এই ধনকুবেরকে নিয়ে বিরোধীদের মধ্যে প্রায়ই সমালোচনা শোনা যায়। এরই মধ্যে ইলন মাস্কের আরও একটি সন্তানের জন্ম দেওয়ার দাবি করে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছেন অ্যাশলে সেন্ট ক্লেয়ার।

কিন্তু কেন তিনি এত দিন পর এই তথ্য প্রকাশ করলেন? এই প্রশ্নের উত্তরে অ্যাশলে দাবি করেন, তিনি এত দিন এই বিষয়টি গোপন রেখেছিলেন, কারণ তিনি তার সন্তানের নিরাপত্তা এবং গোপনীয়তাকে অগ্রাধিকার দিয়েছিলেন। তবে একটি ট্যাবলয়েড মিডিয়া তার সন্তানের বিষয়ে খবর পেয়ে যাওয়ায়, তিনি সেই খবর প্রকাশ হওয়ার আগেই নিজে থেকে সত্যিটি জানিয়ে দিয়েছেন বলে তিনি জানান। ইতিমধ্যে ইলন মাস্কের চার নারীর সঙ্গে ১২টি সন্তান রয়েছে।

অ্যাশলে সেন্ট ক্লেয়ার ‘এলিফ্যান্ট আর নট বার্ডস’ (হাতিরা পাখি নয়) নামের একটি বই লিখে জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি দাবি করেন, তিনি ইলন মাস্কের ১৩তম সন্তানের মা।

টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সঙ্গে পাঁচটি সন্তান রয়েছে। তাদের মধ্যে যমজ সন্তান ভিভিয়ান ও গ্রিফিন এবং পরে আরও তিন সন্তান কাই, স্যাক্সন ও ড্যামিয়ান রয়েছে।

পপ তারকা গ্রিমসের সঙ্গে মাস্কের তিনটি সন্তান রয়েছে। তাদের মধ্যে রয়েছে ছোট ছেলে এক্স, যাকে হোয়াইট হাউসে মাস্কের সঙ্গে দেখা গিয়েছিল। এছাড়াও তাদের মেয়ে এক্সা ডার্ক সাইডারেল এবং ছেলে টেকনো মেকানিকাস রয়েছে।

এছাড়া নিউরালিংকের নির্বাহী শিভন জিলিসের সঙ্গে মাস্কের যমজ সন্তান রয়েছে। গত বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সময় এই যমজ সন্তানদের দেখা গিয়েছিল।