কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইয়াদ-ইকবালের নেতৃত্বে কুবি সিএসই সোসাইটির

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ৬, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

আকাশ আল মামুন, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগীয় সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। নব-গঠিত এ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন শামিম হাসান ইয়াদ, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল।

বুধবার (৬ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সম্পাদক মোঃ জাহিদ হাসান পাটোয়ারী। কার্যকরী সদস্য সাব্বির আহমদ, ফখরুদ্দিন রাযি, মারুফ হোসাইন, আজিজুর রহমান ইমন এবং রাব্বিকুল হাসান তারেক।

সাধারণ সম্পাদক মো. ইকবাল বলেন, “সিএসই সোসাইটি কার্যনির্বাহী নির্বাচন ২০২৫-এ সাধারণ সম্পাদক (GS) পদে নির্বাচিত হওয়ায় সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সিনিয়র-জুনিয়র ভাই-আপু এবং প্রিয় সহপাঠীদের প্রতি, যাদের আস্থা, সমর্থন ও ভালোবাসায় আমি এই দায়িত্ব পেয়েছি। এই পদ আমার কাছে শুধু একটি সম্মান নয়, বরং সবার প্রতি আমার দায়িত্ব, অঙ্গীকার এবং বিশ্বাসের প্রতীক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ঐক্য, সহযোগিতা ও সৃজনশীল চিন্তার সমন্বয়ে আমরা সিএসই পরিবারকে আরও সমৃদ্ধ, প্রাণবন্ত ও প্রযুক্তিগত উৎকর্ষের নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবো। ইনশাআল্লাহ, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সবার পাশে থেকে সিএসই সোসাইটিকে সামনে এগিয়ে নিতে কাজ করে যাবো।”

ভিপি শামীম হাসান ইয়াদ হলেন, ‘CSE সোসাইটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়াটা আমার জন্য সম্মানের, কৃতজ্ঞতার এবং দায়িত্বের। আমি সকল শিক্ষার্থী, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ ; যারা আমার ওপর আস্থা রেখেছেন। এই দায়িত্বকে আমি গ্রহণ করছি একটি সুযোগ হিসেবে – যাতে শিক্ষার্থীদের স্বার্থে, একতা ও অগ্রগতির লক্ষ্যে কাজ করতে পারি। সামনের দিনগুলোতে আমি চাইবো, আমরা একসাথে পরিকল্পনা করবো, একসাথে এগোবো ; একটি আরও সমৃদ্ধ, সক্রিয় এবং উদ্ভাবনী বিভাগ গঠনের পথে।’

উল্লেখ্য, নির্বাচিত এই কমিটি ৩০ জুন ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবে। আগের কমিটির কার্যক্রম মূল্যায়ন শেষে নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করবে।