আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ বর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে৷ নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইন বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী মো. ইব্রাহীম বাবলু ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী ইমরুল এহসান৷
বুধবার (৫ এপ্রিল) সংগঠনের সাবেক সভাপতি মো. জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মুছা ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয় জানানো হয়।
সংগঠনের সাবেক সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, “পূর্বের যত কমতি ছিল নতুন কমিটি তা পূরণে কাজ করবে বলে মনে করি৷ সবাইকেই নিজ জেলার এই সংগঠনকে ধারণ করতে হবে। আমাদের পক্ষে কোনো সহযোগিতা করা সম্ভব হলে অবশ্যই থাকবো৷”
সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে নব-নির্বাচিত সভাপতি মো. ইব্রাহীম বাবলু বলেন, “আমাদের সংগঠনে আগে অনেক কাজ হতো৷ করোনার ধাক্কায় তা অনেকটাই স্থিমিত হয়ে এসেছিল৷ আমাদের প্রথম কাজই হবে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা। সংগঠনের স্বার্থে যেকোনো কাজে আমাদের কমিটি কাজ করে যাবে৷”
নতুন এই কমিটিতে অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো. নুরুল হুদা জনি, মো. দেলোয়ার হোসাইন, আবদুল আউয়াল, দীপা রানী দেবীসহ আরো ১৩ জন৷
যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, নুরুল আহাদ ফারহান, মো. আতিকুল ইসলাম, সাদিয়া আফরিনসহ আরো ২১ জন।
সাংগঠনিক সম্পাদক আবরার ফাহিম।সহ-সাংগঠনিক সম্পাদক মো. সায়েম মুহাইমিন, অনন মজুমদার, সাখাওয়াত হোসেন, আহম্মেদ রিদোয়ানসহ আরো ১৫ জন৷
অর্থ-সম্পাদক জাহিদুল হক ফাহাদ ও ফারিয়া আক্তার ভূঁইয়া রিমি, দপ্তর সম্পাদক মো. আবিদুর রহমান, উপ-দপ্তর সম্পাদক নিশাত তাসমিন সাইমা, প্রচার সম্পাদক নাঈম উদ্দিন খন্দকার, উপ-প্রচার সম্পাদক মো. তানভীর হোসেনসহ আরো অনেকে৷












