কুমিল্লাবুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইজতেমা ঘিরে জিএমপির জরুরি ৪ নির্দেশনা

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ১৮, ২০২৪ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

গাজীপুরে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় হতাহতের পরিপ্রেক্ষিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ইজতেমার তিন কিলোমিটারের মধ্যে একজনের বেশি ব্যক্তির চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বুধবার দুপুর ১:৩০ টায় জিএমপি এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশটি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮ এর ৩০ ও ৩১ ধারার অধীনে পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে আজ বিকেল ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকার বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকায় নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে।

আদেশগুলো হলো:

ক) বিশ্ব ইজতেমা ময়দানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ।

খ) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা, জমায়েত অথবা মিছিল-সমাবেশ করতে পারবেন না।

গ) কোন প্রকার অস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা এ জাতীয় পদার্থ বহন করা যাবে না।

ঘ) কোন প্রকার লাউড স্পিকার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করে উচ্চস্বরে শব্দ করা যাবে না।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এই গণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এর আগে বুধবার সকালে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিক আহত হন। এরপর দুপুরে একই হাসপাতালে দুই গ্রুপের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ হয়, যাতে কয়েকজন আহত হন। দুপুর ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক স্থানে জুবায়েরপন্থিরা মহাসড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেয়।