ডেস্ক রিপোর্ট:
গত দুই দিনে ইউক্রেন রাশিয়ায় ১০০টি ড্রোন এবং ৯০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, এমন তথ্য দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি কিয়েভে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়েছেন। এই খবরটি প্রকাশ করেছে আল জাজিরা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কাজাখিস্তানের রাজধানী আস্তানায় সাবেক সোভিয়েত দেশগুলোর নিরাপত্তা জোটের সঙ্গে বৈঠককালে পুতিন এই মন্তব্য করেন। এ সময় ইউক্রেন অভিযোগ করে, রাশিয়া তাদের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
দেশটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত সপ্তাহে ইউক্রেনের ডিনিপ্রো শহরে রাশিয়া একটি মধ্যম পাল্লার ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএটিও) বৈঠকে পুতিন বলেন, রাশিয়া পারমাণবিক শক্তি সম্পন্ন অস্ত্র উৎপাদনে গভীর মনোনিবেশ করেছে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা করছে।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রী গারম্যান গালুশচেঙ্কো বলেন, শত্রুপক্ষ তার দেশের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে। এর ফলে, হিমাঙ্কের নিচে তাপমাত্রায় জাতীয় বিদ্যুৎ গ্রিড অপারেটরকে বিদ্যুৎ সরবরাহে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এ ধরনের হামলাকে ‘ঘৃণ্য হামলা’ হিসেবে অভিহিত করেছেন। এছাড়া, রাশিয়ার বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগও তুলেছেন। তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে রুশ হামলা ঠেকাতে পশ্চিমাদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাওয়া অত্যন্ত জরুরি।’ তিনি আরও যোগ করেন, ‘শীতকালে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়ার হামলা থেকে জ্বালানি অবকাঠামো রক্ষায় আকাশ প্রতিরক্ষা প্রয়োজন।’