ডেস্ক রিপোর্ট:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলার মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়তে হলে প্রথমে তিস্তার পানি দিতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এবং দাদাগিরি বন্ধ করতে হবে। তাহলেই বন্ধুত্ব সম্ভব।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে লালমনিরহাটের তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চরে ‘জাগো বাহে-তিস্তা বাঁচাই’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, তখন সবাই ভেবেছিল ভারতের বন্ধু এবার তিস্তার পানি আনতে সক্ষম হবে। কিন্তু ১৫ বছরে তারা দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে। তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারেনি। ৫৪টি অভিন্ন নদীর উজানে ভারত বাঁধ দিয়ে একতরফা পানি প্রত্যাহার করেছে। একদিকে তারা পানি দেয় না, অন্যদিকে আমাদের শত্রুদের আশ্রয় দিয়ে তাদের রাজার মতো সুখ-স্বাচ্ছন্দ্য দিয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভারতকে স্পষ্টভাবে জানাতে হবে যে তিস্তার ন্যায্য হিস্যা দিতে হবে।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
এদিকে, এই কর্মসূচি ঘিরে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ তিস্তা পাড়ে জমায়েত হয়।