আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুমিল্লার, হোমনা উপজেলার আঞ্চলিক সংগঠন “হোমনা ছাত্র কল্যাণ পরিষদ” এর নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মাহফুজুর রহমান আরিফ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: আল আমিন।
শুক্রবার (৭ই এপ্রিল) পূর্ববর্তী কমিটির সভাপতি তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যান্যরা হলেন সহ-সভাপতি ফয়সাল হাবিব, সাজনীন সুমি, শাহিন আহমেদ, রিফাত আদনান।যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান আকিব, রাশেদুল ইসলামসহ আরো চারজন। সাংগাঠনিক সম্পাদক সিয়াম আহমেদ, জোবায়ের আহমেদসহ আরো দুইজন। দপ্তর সম্পাদক তানজিনা সারোয়ার সেতু, অর্থ সম্পাদক বাবুল আহমেদ, প্রচার সম্পাদক সামিউল আলম
এছাড়াও কমিটিতে ব্যবসায় শিক্ষা অনুষদ ডিন প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান ও মার্কেটিং বিভাগের প্রভাষক মাশিয়াত যাহিন কে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
সংগঠনের দায়িত্ব পেয়ে বর্তমান সভাপতি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২তম আবর্তনের শিক্ষার্থী মাহফুজুর রহমান আরিফ বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হোমনা ছাত্র কল্যান পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছি। প্রথম বর্ষ থেকে এই সংগঠনের জন্য কাজ করে যাচ্ছি এখন যেহেতু সভাপতি হয়েছি কাজ বেড়েছে দায়িত্ব ও বেড়েছে।ইনশাল্লাহ আমার উপর অর্পিত দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব। সংগঠনের বাকি সবাইকে নিয়ে ছাত্র ছাত্রীদের কল্যানে কাজ করে যাব।’
উল্লেখ্য ৩৩ জন সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে।












