কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আরাকান আর্মির কবল থেকে টেকনাফের দুই কিশোরকে উদ্ধার করল বিজিবি

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ২৬, ২০২৪ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক কক্সবাজারের টেকনাফের দুই কিশোরকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফেরত আসা দুজন কিশোর হলেন— টেকনাফ হ্নীলা ফুলের ডেইলের জাফর আলমের ছেলে মো. ছাবের (১৪) এবং একই গ্রামের মো. মনজুরের ছেলে আব্দুর রহমান (১২)।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে মিয়ানমারের আরাকান আর্মি আটককৃত দুই কিশোরকে ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে। এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।

অধিনায়ক জানান, “মঙ্গলবার (১৩ আগস্ট) টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির হ্নীলা বিওপির সীমান্ত পিলার-১২ থেকে আনুমানিক ৬০০ গজ উত্তর দিকে নাফ নদীতে মাছ ধরার উদ্দেশ্যে গেলে আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। আটককৃত দুই কিশোরের পরিবারের তথ্যের ভিত্তিতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে এবং সার্বক্ষণিক প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে তাদের শুক্রবার বাংলাদেশে ফেরত আনা হয়।”

পরে প্রয়োজনীয় কার্যক্রম শেষে দুই কিশোরকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।