কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আরও দুই মামলায় জামিন পেয়েছেন আমীর খসরুর

প্রতিবেদক
Palash Khandakar
জানুয়ারি ২১, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

রমনা ও পল্টন মডেল থানার পৃথক আরও দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ জামিন মঞ্জুর করেন।

আইনজীবী আব্দুস সালাম হিমেল কালবেলাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রমনা ও পল্টনের চার মামলায় জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত রমনা ও পল্টনের দুটি মামলায় জামিন দিয়েছেন। এছাড়া অপর দুই মামলার অধিকতর জামিন শুনানির জন্য ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

এ নিয়ে গত ২৮ অক্টোবরের ঘটনায় হওয়া মোট ১০ মামলার মধ্যে আট মামলায় জামিন পেলেন। অপর দুই মামলার অধিকতর শুনানির জন্য রেখেছেন আদালত।

এর আগে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তারের পর গত ৩ নভেম্বর আমীর খসরুকে আদালতে হাজির করা হয়। এ মামলায় ছয় দিনের রিমান্ড শেষে গত ১০ নভেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর পল্টন থানার নাশকতার আরেক মামলায় গত ১৪ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপপরিদর্শক সুমিত কুমার সাহা গ্রেপ্তার দেখনোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গত ১৮ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।