কুমিল্লারবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমরা নতুন করে দেশকে গড়ে তুলবো : মির্জা ফখরুল

প্রতিবেদক
Palash Khandakar
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফ্যাসিবাদ আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে গেছে। আজ আমরা একটি আশার আলো দেখতে পেয়েছি। আমরা নতুন করে বাংলাদেশ গড়ে তুলব। এ জন্য সবাইকে আরও বেশি আন্তরিক হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে একুশে পদকপ্রাপ্ত প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। মাহফুজ উল্লাহর স্মৃতিচারণ করে ফখরুল বলেন, আমি তার কাছে অত্যন্ত ঋণী। তিনি সবসময় আমার সাথে যোগাযোগ রাখতেন। আমার ভুলগুলো দেখিয়ে দিতেন এবং আমাকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাতেন। এখন এমন কাউকে পাই না। মাহফুজ উল্লাহকে আমি ব্যক্তিগতভাবে খুব মিস করি। তার মৃত্যু আমাদের জন্য একটি বিরাট শূন্যতা তৈরি করেছে।

তিনি আরও বলেন, মাহফুজ উল্লাহ যতদিন বেঁচে ছিলেন, আমার সব কাজে সহযোগিতা করেছেন। তিনি আমার খুব কাছের মানুষ ছিলেন। আমি খুব খুশি হয়েছি যে মাহফুজ উল্লাহ অন্তত মরণোত্তর সম্মাননা পেয়েছেন। তিনি সত্যিকার অর্থেই একজন গুণী, মেধাবী ও দেশপ্রেমিক মানুষ ছিলেন। মাহফুজ উল্লাহ তার বড় ভাইয়ের মতোই মেধাবী শিক্ষার্থী ছিলেন। সেই সময় তারা বোর্ড পরীক্ষায় স্ট্যান্ড করেছিলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনের পর এবং ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি অনেক কাজ করেছেন। তখন সব দলকে ঐক্যবদ্ধ করার জন্য তার অসাধারণ প্রচেষ্টা ছিল। সেই প্রচেষ্টার ফলেই বাম ও ডানপন্থীরা এক জায়গায় আসতে পেরেছিল। তিনি গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন।

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন প্রয়াত মাহফুজ উল্লাহর বড় ভাই মাহবুব উল্লাহ, বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং আলোকচিত্রী শহিদুল আলম। এ সময় মাহফুজ উল্লাহর স্ত্রী ও তিন সন্তান উপস্থিত ছিলেন।