কুমিল্লাশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবারও ‘বাহুবলী’ হয়ে পর্দায় আসছেন প্রভাস

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২৭, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী দ্য বিগিনিং’। এর পরে ২০১৭ সালে মুক্তি পায় ‘বাহুবলী দ্য কনক্লুশন’। ১০ বছর পরে মুক্তির পথে এসএস রাজামৌলীর ছবি ‘বাহুবলী দ্য এপিক’। একেবারে আনকোরা ভাবে এই ছবি বড়পর্দায় মুক্তি পাবে।

তবে প্রথম ও দ্বিতীয় দুটি অংশের সঙ্গেই বোনা হয়েছে এই ছবির যোগসূত্র। তবে এই ছবি ছ’ঘণ্টা দৈর্ঘ্যের হবে না বলেই জানা গিয়েছে।
মঙ্গলবার এই বহু প্রতীক্ষিত ছবির ঝলক প্রকাশ্যে আনেন নির্মাতারা। ‘বাহুবলী ১’ ও ‘বাহুবলী ২’-এর থেকে বেশ কিছু দৃশ্য ধরা পড়েছে এই ঝলকে।

ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। প্রভাসকে ফের সেই সাজে দেখে তাঁরা আর তর সইতে পারছেন না। তাঁদের অনুমান, এই ছবি বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙেচুরে দেবে।

‘বাহুবলী’র প্রথম দু’টি অংশ ফের মুক্তি পাবে কি না তা নিয়ে জল্পনা ছিল।

তাই এক অনুরাগী লিখেছেন, “পুনরায় আর মুক্তি দিতে হবে না। কারণ রাজা বাহুবলী এ বার নিজেই আসছে।” আর এক অনুরাগী লিখেছেন, “আমি নিশ্চিত, ২০০ কোটি টাকার সীমা ছাড়িয়ে ফেলবে এই ছবি।”

‘বাহুবলী ১’ বক্স অফিসে ৬৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল। কিন্তু দ্বিতীয় অংশটি আলোড়ন ফেলে দিয়েছিল বক্স অফিসে।

১৭৮৮ কোটি টাকার ব্যবসা করেছিল সেই ছবি।