কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আধিপত্যবাদীদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ায়, পিটিতে হত্যা করা হয় আবরারকে- শিবির সভাপতি

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ৭, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:


আবরার ফাহাদকে ২০১৯ সালে তার বন্ধুরাই পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল। এর কারণটা ছিল আবরার ফাহাদের লাইফস্টাইল ছিল ইসলামিক। সে ইসলামকে ফলো করতো। সেই কারণে তাকে শিবির হিসাবে আখ্যায়িত করা হয়েছিল।

মঙ্গলবার সকালে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের কনভেনশন হলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর আয়োজনে সিরাতপাঠ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আবরার ফাহাদ যখন আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের সাথে তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিলেন হাসিনা, তিনি ভারতের সাথে চুক্তি করেছিলেন আমাদের মোংলা বন্দর ভারতকে ব্যবহার করতে দিবে, আমাদের ফেনী নদী থেকে পানিগুলো তারা ভারতকে দিবে, এরপর এলপিজি গ্যাস বাংলাদেশ থেকে আমদানি করার সুযোগ দিবে, এই যখন অবস্থা ছিল তখন আবরার ফাহাদ এই বিষয়গুলি নিয়ে ক্রিটিসিজম করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। আর সেই পোস্টকে কেন্দ্র করেই বুয়েটের ছাত্ররাই তাকে সারারাত নির্মমভাবে নির্যাতন করে।

তিনি আরো বলেন, যখন একটা পর্যায়ে আবরার ফারহাদের মর্মার্থিক অবস্থা, মৃত্যুশয্যায় চলে যাচ্ছিল ঠিক তখনও দুজন তাকে ধরে দাঁড় করিয়ে নির্মমভাবে পিটিয়েছিল। তারপর যখন তারা বুঝতে পারল আবরার ফাহাদ আর বেঁচে নেই তখন বুয়েটের সেক্রেটারি পুলিশকে ফোন দেওয়ার জন্য বলল এবং পুলিশকে বলল আমরা একটি শিবির পেয়েছি তাকে ধরে নিয়ে যান। ওই সময় শিবির মানে ছিল একটি হত্যাযজ্ঞ অপরাধ

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক হাছান আহমেদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি নাজমুল হাছান, ডা. আব্দুল্লাহ খান, মনির হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।