লেবাননজুড়ে হামলার মাত্রা বৃদ্ধি করেছে ইসরায়েলি বাহিনী। শুধু সোমবারের ব্যাপক হামলায় লেবাননে নিহত হয়েছে অন্তত ৪৯২ জন, এবং আহত হয়েছে বহু মানুষ।
মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের শহর ও গ্রামগুলোর হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে রাতভর দেশের রাজধানী বৈরুতে পৌঁছানোর চেষ্টা করছিলেন।
বিবিসি এমন কিছু পরিবারের সাক্ষাৎ পেয়েছে, যারা তাদের সঙ্গে মাত্র কয়েকটি ব্যাগপত্র নিয়ে যাত্রা করছিল। যাত্রাপথে অনেকে বৈরুতের প্রধান সড়কে থেমে অস্থায়ীভাবে আশ্রয় নিচ্ছিল।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ২০০৬ সালের যুদ্ধের পর থেকে হিজবুল্লাহর গড়ে তোলা অবকাঠামো ধ্বংস করতে তারা এক হাজার ৩০০ লক্ষ্যবস্তুতে হামলা করেছে।
অন্যদিকে, হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ২০০ রকেট ছুড়েছে বলে সামরিক বাহিনী জানিয়েছে। এতে দুজন আহত হয়েছে।
এদিকে, উভয়পক্ষ একটি সর্বাত্মক যুদ্ধের দিকে অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে বিশ্বশক্তিগুলো তাদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৩৫ শিশু এবং ৫৮ জন নারী রয়েছে। আর আহত হয়েছে এক হাজার ৬৪৫ জন। হতাহতের মধ্যে বেসামরিক নাগরিক এবং যোদ্ধাদের সংখ্যা সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।