কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগুন নেভাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ ২ জন নিহত

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ২৪, ২০২৩ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার আগুন নেভাতে আসার পথে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালক ও এক পথচারী মারা গেছেন। এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের চাষাড়ায় শান্তা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান।

গাড়িচালকের নাম জাহাঙ্গীর। তিনি হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ি চালক। তবে নিহত পথচারীর নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। আহতরা হলেন- খানপুরের ইরানি, জামতলার সারা ও নাজমা, চানমারির আমজাদ, খানপুরের রোকন, মাসদাইর সিরাজুল, মুন্সিগঞ্জের বিক্রমপুর উপজেলার রেশমা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানায়, ফতুল্লায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জের হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার পথে শান্তা মার্কেটের সামনে চালক হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেটকার ও অটোরিকশাকে চাপা দেয়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট আধাঘণ্টার চেষ্টায় ফতুল্লায় ফকির এপারেলস কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ।