কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগামী ১৫ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ৭, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৫ অক্টোবর প্রকাশিত হবে। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফলাফল তৈরির কাজ প্রায় শেষের পথে। আমরা ফল প্রকাশের জন্য কয়েকটি তারিখ প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। মন্ত্রণালয় থেকে ১৫ অক্টোবর ফল প্রকাশের দিন নির্ধারণ করা হয়েছে। ফলে ওইদিনই ফল প্রকাশ করা হবে।

এইচএসসি ও সমমানের কিছু পরীক্ষা বাতিল হওয়ার পর ফল প্রকাশ নিয়ে জটিলতা দেখা দেয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে, বাতিল হওয়া পরীক্ষাগুলোর জন্য এসএসসি ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফল তৈরি করা হচ্ছে।

গত ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, যেখানে মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রথমে রুটিন অনুযায়ী ৮ দিনের পরীক্ষা শেষে কোটা সংস্কার আন্দোলনের কারণে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে সরকার তিন দফায় পরীক্ষা স্থগিত করে।

সূচি অনুযায়ী মোট ৬১টি বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি ছিল। বিভিন্ন বিভাগের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভিন্ন বিষয়ে এতগুলো পরীক্ষা স্থগিত এবং পরে শিক্ষার্থীদের দাবির মুখে তা বাতিল করা হয়। কারও পাঁচটি, আবার কারও ছয়টি বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে। এই বিষয়ে এসএসসির ফলাফলের ভিত্তিতে গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে। আর যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে, সেগুলোর খাতা মূল্যায়ন করে নম্বর ও গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে।

সূত্র: জাগোনিউজ