কুমিল্লাশুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার প্রতীক: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ১৬, ২০২৪ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

সামাজিক ন্যায়বিচার ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৪’-এর তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার প্রতীক। তবে দেশে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কার সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। এ জন্য সকলকে ধৈর্য ধরে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

থ্রি জিরোর ভিত্তিতে সভ্যতা তৈরির আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, “আমাদের বর্তমান সভ্যতা ব্যর্থ। শুধু পরিবেশ ধ্বংস নয়, মানুষ মুনাফার পেছনে অন্ধভাবে ছুটছে। আমাদের নতুন একটি সভ্যতা তৈরি করতে হবে থ্রি জিরোর ভিত্তিতে—যেখানে দারিদ্র্য থাকবে না, বেকারত্ব থাকবে না, এবং কার্বন নিঃসরণ শূন্যে নামবে। সম্পদের কুক্ষিগতকরণ বন্ধ করে সকলের মধ্যে সমান বণ্টনের মাধ্যমে নতুন সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।”

প্রধান উপদেষ্টা বলেন, “বিদেশি অতিথিদের আমি বলব, আপনারা বাংলাদেশের রাস্তায় ঘুরে দেখুন। তরুণদের চিন্তা-ভাবনা বোঝার চেষ্টা করুন। তারা আমাদের নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছে। তাই আমি আপনাদের আহ্বান জানাব, নতুন এক বিশ্ব গড়ার বিষয়ে চিন্তা করুন।”

আজ থেকে শুরু হওয়া এই তিন দিনব্যাপী সম্মেলন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনের থিম নির্ধারণ করা হয়েছে ‘এ ফ্র্যাকচারড ওয়ার্ল্ড’ (বিভক্ত বিশ্ব)। এতে ৮০টিরও বেশি দেশ থেকে ২০০ জনেরও বেশি আলোচক, ৩০০ জন প্রতিনিধি এবং ৮০০ জন অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন।