কুমিল্লাবুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগরতলার সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ৩, ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় কুমিল্লার কান্দিরপাড় এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে “হিন্দু সংঘর্ষ সমিতি” নামক একটি সংগঠনের সমর্থকরা হামলা চালায়। তারা হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের পতাকা নামিয়ে সেটিতে অগ্নিসংযোগ করে এবং ভাঙচুর চালায়।

এ ঘটনার প্রতিবাদে কুমিল্লায় “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” এর ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। তারা অভিযোগ করেন যে, ভারত বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র করছে এবং মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক বিষ ছড়ানোর চেষ্টা করছে।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “যদি এমন ষড়যন্ত্র চলতে থাকে, তবে সারা বাংলার মানুষ ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক নাঈমুর রহমান, সংগঠক বিল্লাল হোসেন, মুখ্য সংগঠক আরাফ ভূঁইয়া এবং যুগ্ম সদস্য সচিব ইয়াসিন আরাফাত হিমু প্রমুখ।