কুমিল্লাবুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগরতলায় বন্ধ ঘোষণা বাংলাদেশ সহকারি হাই কমিশনের কার্যক্রম

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ৩, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনার পর ত্রিপুরায় কনস্যুলার সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতির কারণে আপাতত আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধ রাখা হয়েছে। এর ফলে ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে।

এদিকে, মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনার প্রতিবাদে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহ তাকে দপ্তরে তলব করেন।

পরে বিকেলে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। তিনি আরও বলেন, নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আগরতলা সহকারী হাইকমিশনের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে একটি ঘটনায় দুই দেশের সম্পর্কের স্থবিরতা আসবে না, বাংলাদেশ-ভারত সম্পর্ক ইতিবাচক রাখার জন্য ভারত আগ্রহী।

গতকাল সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়। এই হামলায় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। জানা গেছে, ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামক একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।