ডেস্ক রিপোর্ট:
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।
গণিত বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগে যে তারিখ নির্ধারিত ছিল, তার পরিবর্তে এখন ২১ এপ্রিল এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কারণে সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় মোট ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা
সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। নির্দেশনাগুলো হলো—
১. পরীক্ষার কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. প্রশ্নপত্রে দেওয়া সময় অনুযায়ী পরীক্ষা দিতে হবে।
৩. প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল অংশের পরীক্ষা হবে, মধ্যবর্তী কোনো বিরতি থাকবে না।
৪. প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে সংগ্রহ করতে হবে।
৫. ধারাবাহিক মূল্যায়নের নম্বর সংশ্লিষ্ট কেন্দ্রের মাধ্যমে বোর্ডে জমা দিতে হবে।
৬. OMR শিটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখতে হবে।
৭. সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হবে।
৮. শুধুমাত্র নিবন্ধিত বিষয়েই পরীক্ষায় অংশ নেওয়া যাবে।
৯. পরীক্ষার্থীদের নিজ নিজ স্কুলে পরীক্ষা দিতে হবে না, বরং ভিন্ন কেন্দ্রে আসন বিন্যাস করা হবে।
১০. সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি থাকবে।
১১. কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন আনতে পারবেন না।
১২. একই উপস্থিতি পত্রে তত্ত্বীয় পরীক্ষার তিনটি অংশের (এমসিকিউ, সৃজনশীল ও ব্যবহারিক) উপস্থিতি নথিভুক্ত করা হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ পরীক্ষাকেন্দ্রেই অনুষ্ঠিত হবে।
১৪. ফলাফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে।
পরীক্ষার্থীদের সতর্কতা ও নিয়ম মেনে পরীক্ষায় অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।