কুমিল্লাশনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে: উপদেষ্টা আসিফ

প্রতিবেদক
Palash Khandakar
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

ফেসবুকে উপদেষ্টা লেখেন, এটাই আমার ব্যক্তিগত মতামত। এখন এটা বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে, তা নিয়ে আলোচনা হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে এমন নজির রয়েছে। আমি নিজের চোখে দেখেছি আওয়ামী লীগের গুলিতে আমার ভাইদের শহীদ হতে। দেখেছি গুমের শিকার হতে, মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের চিন্তা করাও অসম্ভব। বিস্তারিত না বলায় আমি ঠিকভাবে বিষয়টি ব্যাখ্যা করতে পারিনি। কিছু মিডিয়ায় আমার বক্তব্য ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। এখানে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলা হয়নি। বিচারের আগে এই প্রশ্নই অবান্তর।

তিনি আরও লেখেন, তবে এই সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে। তা না হলে আজ বা কাল আওয়ামী লীগ আবার ফিরে আসার সুযোগ পাবে। আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছিল, কিন্তু তা কি জামায়াতের রাজনীতি বন্ধ করতে পেরেছে? যদি এই প্রক্রিয়া ইন্টিগ্রেটেড বা সমন্বিত উপায়ে না করা হয়, তাহলে তা সফল হবে কি না, তা নিয়েই প্রশ্ন থেকে যায়। গত ১৬ বছরে সরাসরি রাজনীতিতে যুক্ত না থেকেও আওয়ামী লীগের সুবিধাভোগীর সংখ্যা অনেক বেড়েছে।

উপদেষ্টা আরও লেখেন, অনেকেই বলছেন, অন্যায় না করলে ক্ষমা চাইবে কেন? অবশ্যই ক্ষমা চাইতে হবে, আওয়ামী লীগের সঙ্গে যেকোনো ফরম্যাটে জড়িত থাকার কারণে, ফ্যাসিস্ট অ্যানাবলার কিংবা সুবিধাভোগী হিসেবেই ক্ষমা চাইতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্বচ্ছ ও উন্মুক্তভাবে, ধাপে ধাপে। নিষিদ্ধ করার মাধ্যমে আইনগত ও সামাজিকভাবে (ট্রুথ কমিশন বা বিশ্বের যেসব দেশে এমন নজির আছে, তাদের প্রক্রিয়া অনুসরণ করে) আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে।