কুমিল্লারবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অর্ধযুগ পর ফিরছে সিআইডি

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ২৫, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

দর্শকদের টানা ২০ বছর বিনোদন দেওয়ার পর ২০১৮ সালে শেষ হয় ভারতের দীর্ঘতম টিভি শো ‘সিআইডি’। ছয় বছর পর এবার নতুন মৌসুম নিয়ে ফিরে আসছে এই শোটি, যা সনি এন্টারটেইনমেন্ট টিভিতে সম্প্রচারিত হবে।

সম্প্রতি সামাজিক মাধ্যমগুলোতে সিআইডির একটি নতুন টিজার শেয়ার করা হয়েছে, যেখানে জানানো হয়েছে আগের মতোই এই নতুন শোতে থাকছেন এসিপি প্রদ্যুমান চরিত্রে অভিনয় করা শিবাজী সত্যম, ইন্সপেক্টর দয়া চরিত্রে দয়ানন্দ শেট্টি এবং ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে আদিত্য শ্রীবাস্তব।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলার সূত্র মতে, আগামী ১৫ নভেম্বরের দিকে এই শোটির শুটিং শুরু হবে। বড়দিন বা নতুন বছরকে সামনে রেখে শোটি ছোটপর্দায় ফিরবে।

টিজারে দেখা গেছে, এসিপি প্রদুমনের ভূমিকায় আগের মতোই অভিনয় করছেন শিবাজী সত্যম, যাকে পুলিশের একটি গাড়ি থেকে উত্তেজিত অবস্থায় নামতে দেখা যাচ্ছে। ভারী বৃষ্টি হচ্ছে, এবং তিনি একটি ছাতা মাথায় নিয়ে কালো ওভারকোট পরা অবস্থায় গাড়ি থেকে নামছেন। মনে হচ্ছে, কোনো এলাকায় বোমা বিস্ফোরণ হতে চলেছে এবং সেই জায়গার সন্ধানেই এসেছেন তিনি। হাতের শক্ত করে ধরে রেখেছেন সেই ছাতা।

এবং সেই ক্লাসিক থিম মিউজিক শোনা যাচ্ছে, যা ভক্তদের মধ্যে নস্টালজিয়া জাগিয়ে তুলছে। এছাড়া এসিপির সঙ্গে সঙ্গে ক্যামেরা কাট করে বিগ ক্লোজ আপে দেখা যাচ্ছে অভিজিৎ চরিত্রে আদিত্য শ্রীবাস্তবের চোখ দুটি, যা প্রোমোর উত্তেজনা দ্বিগুণ করে দিয়েছে।

প্রোমোর শেষে একটি গুলির শব্দ শোনা যায়, যা বোঝায় যে এই টেলিভিশন শোতে অ্যাকশনের অভাব হবে না।

এই টানটান রোমাঞ্চে ভরা শো-র ফেরার খবরটি সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে। অনেকেই তাদের প্রিয় চরিত্রদের আবার ছোটপর্দায় দেখতে মুখিয়ে আছেন বলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ২১ জানুয়ারি শুরু হওয়া সিআইডি’র ১৫৪৭টি পর্ব প্রচারিত হয় এবং তুমুল জনপ্রিয়তা অর্জন করে। তবে ২০১৮ সালের অক্টোবরে হঠাৎ করেই এই জনপ্রিয় শোটির ইতি টানার সিদ্ধান্ত নেয় প্রযোজকরা।
তথ্যসূত্র: পিংকভিলা