বলিউড শাহেনশাহর আসল নাম অমিতাভ বচ্চন নয়। ‘বচ্চন’ তার পদবীও নয়। অমিতাভ বচ্চনের আসল নাম কি জানেন? অনেকেই হয়তো জানেন না, তার আসল নাম অমিতাভ শ্রীবাস্তব। তার বাবা বিখ্যাত কবি এবং লেখক হরিবংশ রাই শ্রীবাস্তব। মা তেজী শ্রীবাস্তব। তাহলে বচ্চন পদবী এলো কোথা থেকে?
এক সাক্ষাৎকারে অমিতাভ বলেছিলেন, তিনি অমিতাভ বচ্চন নন।
তার আসল নাম অমিতাভ শ্রীবাস্তব। এই বচ্চন পদবী তিনি পেয়েছেন বাবার থেকে। কবি হরিবংশ রাইকে এই পদবী কি কেউ প্রদান করেছিলেন? একেবারেই না। অমিতাভ বলেছিলেন, “আমার বাবা এক কবি, এক নামকরা লেখক। তিনি ‘বচ্চন’ ছদ্মনামে লিখতেন। স্কুলে ভর্তি হওয়ার সময় বাবার সেই ছদ্মনামকেই আমি আমার পদবী বানিয়ে ফেলি। এবং শ্রীবাস্তব থেকে হয়ে উঠি ‘বচ্চন’। সেই থেকে আমার পরিবারের সবাই বচ্চন পদবীই ব্যবহার করেন।
বচ্চন পদবী একমাত্র রয়েছে বচ্চন পরিবারের কাছেই। কেন না, সেটি কোনো বচ্চন পদবী নয়। এর কারণ, বচ্চন কোনো পদবী নয়, সেটি একটি ছদ্মনাম। এটি হিন্দি ভাষার কবি-লেখক হরিবংশ রাই বচ্চনের ছদ্মনাম। ছেলের দেখাদেখি বচ্চনকে পদবী হিসেবে গ্রহণ করে হরিবংশও শ্রীবাস্তব থেকে বচ্চন হয়েছিলেন। হয়ে উঠেছিলেন হরিবংশ রাই বচ্চন।