কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অপেক্ষা বাড়ল অভিনেত্রী মধুমিতার

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ১৮, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

টেলিভিশনের পর্দায় অভিনয় করে সকলের মন কেড়েছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। এরপর বড় পর্দাতেও নিজের অভিনয় প্রতিভার সাক্ষর রেখেছেন। ইতোমধ্যে বাংলার পাশাপাশি দক্ষিণী ছবিতেও অভিনয় করে ফেলেছেন এই নায়িকা।

কিছুদিন আগে খবর আসে, প্রথমবারের মতো বলিউডের ছবিতে নাম লিখিয়েছেন তিনি। বাঙালি পরিচালক প্রীতম মুখোপাধ্যায়ের হিন্দি ছবি ‘ফর্জ’-এ মুখ্য চরিত্রে অভিনয় করবেন মধুমিতা। এতে তার বিপরীতে অভিনয় করার কথা তনুজ ভিরওয়ানির। এবার কিছুটা দুঃসংবাদই এলো অভিনেত্রীর অনুরাগীদের জন্য।

চলতি সপ্তাহেই ছবিটি শুটিং ফ্লোরে যাওয়ার কথা ছিল। গুঞ্জন ছড়িয়েছে, এই ছবির শুটিং নাকি শুরুর আগেই বন্ধ হয়ে গিয়েছে। কবে শুরু হবে তা-ও জানেন না কেউ। এর পেছনে কারণ হিসেবে শোনা যাচ্ছে, ছবির জন্য বরাদ্দ হয়েছে যে বাজেট, তা নাকি খুবই বেশি। সূত্র বলছে, এখনই ততটা আয়োজন করে উঠতে পারেনি প্রযোজক। তাই এই মুহূর্তে ছবির কাজ শুরু করতে পারছেন না পরিচালক। কবে এই ছবির শুটিং শুরু হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।