কুমিল্লাবুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অধ্যক্ষের পদায়নকে ঘিরে উত্তাল কুমিল্লার দাউদকান্দি

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ১১, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে কলেজ অধ্যক্ষের পদায়ন ঘিরে উত্তাল দাউদকান্দি। স্থানীয়দের হামলায় ১০ শিক্ষার্থী আহত, ঢাকা—চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, বিক্ষোভ মিছিল ও ধারাবাহিক প্রতিবাদ সমাবেশ করেছে বরকোটা স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীরা। গত ৫ডিসেম্বর থেকে শুরু হওয়া আন্দোলনে ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে আতঙ্ক।

জানা যায়, গত৫ আগস্টের ছাত্র—জনতার অভ্যুত্থানের দিন উপজেলার বরকোটা স্কুল এন্ড কলেজে স্থানীয় যুবদল নেতা রুহুল আমিনের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। অধ্যক্ষ জসীম উদ্দিনের অপসারণ চেয়ে কলেজের পাঠাগার ভাংচুর করা হয়। এরপর ছুটিতে চলে যায় অধ্যক্ষ জসীম উদ্দীন।

গতকাল মঙ্গলবার(১০ডিসেম্বর) অধ্যক্ষ জসিম উদ্দীন কলেজে যাবে এমন খবর ছড়িয়ে পরলে কিছু শিক্ষার্থীরা তাকে বরণ করে নিতে উপস্থিত হয় ক্যাম্পাসে।

এদিকে এই খবর ছড়িয়ে পরলে অধ্যক্ষকে কলেজে প্রবেশ করতে দেয়া হবে না ঘোষনা দিয়ে স্থানীয় যুবদল নেতার অনুসারীরা লাঠি নিয়ে কলেজ এলাকায় মহড়া দেয়। একপর্যায়ে ছাত্রদের সাথে বাকবিতণ্ডা ও হামলার ঘটনায় ১০ শিক্ষার্থী আহত হয়। মঙ্গলবার এই ঘটনায় দুপুর ১২টায় ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপরে শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে।

গতকালের হামলার ঘটনার প্রতিবাদে আজ বুধবার(১১ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। প্রতিবাদ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা সমন্বয়ক জাহিদুল ইসলাম বরকোটা কলেজের শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে হামকারীদের গ্রেপ্তার করতে হবে, না হলে সামনে কঠোর কর্মসূচির হুসিয়ারী দেন।

এরপরই আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা—চট্টগ্রাম মহাসড়কে অবরোধের চেষ্টা করেন। সেনাবাহিনী ও পুলিশ বাধা দিলে উভয়ের মধ্য হট্টগোলসহ উত্তেজনা দেখা দেয়। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীরা দাউদকান্দি বিশ্বরোড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হাসানপুর কলেজে এসে শেষ করেন।

শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি দিয়ে ঢাকা—চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা কে এমন প্রশ্নের জবাবে জেলা সমন্বয়ক জাহিদুল ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে ছিলাম, তখন কোন একটি দলের কোন একটি গোষ্টি আসছে। সেই গোষ্টি এসে আমাদের সাথে মিশে শান্তিপূর্ণ আন্দোলনকে বিতর্কিত করতে চাইছে। আমরা চাইনি ওরা আমাদের সাথে মিশুক, মিশে আমাদের আন্দোলনকে বিতর্কিত করুক। তাউ আমরা ওদেরকে ফেলে মহাসড়কে চলে আসছি। সড়কের একলাইন খালি রেখে আন্দোলন করেছি। আর সেনাবাহিনী আর আমাদের মধ্যে ভুলবুজাবুজি হয়েছে। সেনাবাহিনী বা আমরা কেউ কারো বিপক্ষ না।

এদিকে ছাত্রদের উপর হামলা কলেজের ঘটনায় দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক রুহল আমিনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলে সংগঠনের জেলা সভাপতি ভিপি সাহাবুদ্দিন জানান।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী কলেন, কলেজের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।