কুমিল্লাশুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অধিনায়ককে ছাড়াই সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ১১, ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে থাকছেন না বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কুঁচকির চোটের কারণে তিনি এই ম্যাচ থেকে ছিটকে পড়েছেন। ফলে তাকে ছাড়াই আজ, সোমবার (১১ নভেম্বর) সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।

প্রথম দুটি ম্যাচে বাংলাদেশ এবং আফগানিস্তান দুটি করে জয় লাভ করেছে। শেষ ম্যাচে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ এক নায়ক ছিলেন শান্ত। সিরিজ বাঁচানোর ম্যাচে শান্ত ব্যাট হাতে ১১৯ বল মোকাবেলায় ৭৬ রানের ইনিংস খেলেন। এছাড়া প্রথম ওয়ানডেতেও তিনি ব্যাট হাতে নেতৃত্ব দেন, সেখানে ৬৮ বলে ৪৭ রান করেন শান্ত।

দ্বিতীয় ম্যাচে খেলার সময় কুঁচকিতে চোট পান শান্ত। গতকাল তার এমআরআই পরীক্ষা করা হলেও আজ রিপোর্ট পাওয়া যায়, যেখানে চোটটি গুরুতর বলে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে যে, শান্ত আজকের ম্যাচে খেলতে পারবেন না। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এদিকে, তৃতীয় ম্যাচে সিরিজ জয়ের ট্রফি নিয়ে দেশে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ দল। তবে আফগানিস্তানও সহজে পিছু হটবে না। দু’দলের অতীত পরিসংখ্যান বাংলাদেশের জন্য কিছুটা আশার কথা শোনাচ্ছে।

ওয়ানডে ক্রিকেটে ১৮ ম্যাচের ১১টিতে জয় পেয়েছে বাংলাদেশ, হার ৭টি। তবে দ্বিপক্ষীয় সিরিজে জয়-পরাজয়ের ব্যবধান তেমন বড় নয়। ১১ ম্যাচের মধ্যে বাংলাদেশ ৬টি জিতেছে, আর আফগানিস্তান জিতেছে ৫টি। সিরিজ জয়ে বাংলাদেশ কিছুটা এগিয়ে, তবে ব্যবধান মাত্র ২-১। এদিন এই ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল, যাতে নাজমুল শান্ত দলকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যেতে পারেন।