কুমিল্লাশনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক-বাস সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ১২, ২০২৫ ২:১১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শান্তিপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন আশুগঞ্জের চরচারতলা এলাকার রহিজ মিয়ার ছেলে ও ট্রাক চালক আকাশ মিয়া। অন্যজন কুমিল্লার কোম্পানীগঞ্জের আমির হোসেন, যিনি ট্রাকের যাত্রী ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাস যাত্রী নিয়ে কুমিল্লা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। একই সময়ে কয়লা বোঝাই একটি ট্রাক সিলেট থেকে বিপরীত দিকে আসছিল। শান্তিপুর এলাকায় পৌঁছালে যান দুটি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের প্রচণ্ড আঘাতে উভয় যানের সামনের অংশ সম্পূর্ণ বিকৃত হয়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকের যাত্রী আমির হোসেন ঘটনাস্থলেই নিহত হন। ট্রাক চালক আকাশ মিয়া গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মামুনুর রহমান বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন, অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একজনের লাশ ইতিমধ্যে পরিবারকে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।”